২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পুরো বাংলাদেশ ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের আলোড়িত করেছিল। প্রযুক্তির সুবিধার কারণে দূরত্ব কোনো বাধা হয়ে থাকেনি। শিক্ষক-লেখক-গবেষক এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে লেখক কেবল আন্দোলনে অংশই নেননি, ফলোয়ারদের মধ্যে জাগরণের চেতনাকে ছড়িয়ে দেবার চেষ্টাও করেছেন। এই বইতে অভ্যুত্থানের ও তার পরের দিনগুলোর (জুলাই থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) যাবতীয় ঘটনাবলিকে দিনলিপি আকারে তুলে ধরা হয়েছে। এই দিনপঞ্জিকায় যেসব ঘটনাবলি উল্লেখ আছে, তা আজকের পাঠকদের জন্য খুব চেনা বিষয়। কিন্তু ঘটনাবলির সাথে জুড়ে দেওয়া লেখকের বিশ্লেষণের গভীরতা এই বইয়ের সম্পদ। তাছাড়া বই হলো ব্যাখ্যা-বিশ্লেষণসমেত অভ্যুত্থানকে প্রামাণ্যকরণ, যা ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে।