শিরোনাম: আমেরিকায় উচ্চশিক্ষা
লেখক: রাগিব হাসান
প্রকাশক: আদর্শ
প্রকাশকাল: 1st Published, 2021
ভাষা: বাংলা
ISBN: 9789849554950
পৃষ্ঠা সংখ্যা: ১৬০
"আমেরিকায় উচ্চশিক্ষা"বইটির ভূমিকা:
শিক্ষা আমাদের মন ও চিন্তাকে আলােকিত করে আমাদের প্রবেশ করিয়ে দেয় জ্ঞানের জগতে। গবেষণা, জ্ঞানার্জন, পেশায় সাফল্য সবকিছুর জন্যই প্রয়ােজন উচ্চশিক্ষা। বর্তমান বিশ্বে নানা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার মাধ্যমে জ্ঞানার্জনের পথে এগিয়ে যাওয়ার সুযােগ আছে।
সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলােই আমেরিকায় অবস্থিত। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান— দুই দিক থেকেই বিশ্বসেরা মানের। কিন্তু এসব বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতি এখনাে খুব বেশি নয়। একুশ শতকের প্রথম দশকে আমি যখন পিএইচডি শুরু করি কম্পিউটার বিজ্ঞানের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানাশ্যাম্পেইনে, তখন যা অবস্থা ছিল, এখন তার চেয়ে খুব বেশি পরিবর্তন হয়নি। অথচ বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। আমি পেশায় ও নেশায় একজন শিক্ষক আমেরিকার বিশ্ববিদ্যালয়ে শুরুতে শিক্ষার্থী, মাঝে বিজ্ঞানী এবং বর্তমানে অধ্যাপক হিসেবে কাজ করার সুবাদে এখানকার শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব কাছে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তার ভিত্তিতে বলতে পারি, মূলত সঠিক তথ্যের অভাবেই বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য যথাযথ সুযােগ পাচ্ছে না।
উচ্চশিক্ষার জগতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের সাহায্য করার জন্য বহুকাল ধরে কাজ করছি। নানা মাধ্যমে এ নিয়ে লেখালেখি করার পর বহু শিক্ষার্থী উপকৃত হয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি এই লেখাগুলাে একত্রে সংকলন করে সবার কাছে পৌঁছে। দেওয়ার অনুরােধ জানিয়েছেন। তার ভিত্তিতেই এ বই লেখা।
এ বইটি কোনাে গাইড বই নয়- এটা পড়ে নানা পরীক্ষায় কীভাবে উচ্চ নম্বর পাওয়া যাবে, তার জন্য বইটি লেখা হয়নি; বরং এ বইটিতে ধাপে ধাপে আমেরিকায় উচ্চশিক্ষা পদ্ধতি, ভালাে বিশ্ববিদ্যালয়ে কীভাবে সফলভাবে আবেদন করতে হয় এবং কীভাবে পিএইচডি ও মাস্টার্স পর্যায়ে পড়ালেখা ও গবেষণায় সাফল্য অর্জন করা যায়, তার ওপরে আলােকপাত করা হয়েছে।
বইটি কাদের জন্য: এ বইটি মূলত যারা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর তথা মাস্টার্স ও পিএইচডি লেভেলে পড়াশােনা ও গবেষণা করতে চান, তাদের জন্য লেখা। আমি বিজ্ঞানের শিক্ষক বলে এখানে মূলত বিজ্ঞান ও প্রকৌশলে উচ্চশিক্ষার দিকে আলােকপাত করা হয়েছে, কিন্তু বইতে বলা কায়দাগুলাে মােটামুটিভাবে সব বিষয়ে বিজ্ঞান, সমাজবিজ্ঞান, প্রকৌশল, বাণিজ্য সব বিষয়েই উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযােজ্য। যেহেতু মােটা দাগে আমেরিকার সব বিশ্ববিদ্যালয়েই উচ্চশিক্ষায় ভর্তি এবং পিএইচডি/মাস্টার্স করার প্রক্রিয়াটি কাছাকাছি রকমের, তাই সব বিষয়ের শিক্ষার্থীদেরই বইটি কাজে আসবে বলে আমার বিশ্বাস।
বইটা কীভাবে পড়বেন: বইটি ভাগ করা হয়েছে চারটি অংশে। প্রথম অংশে আলােচনা করা হয়েছে উচ্চশিক্ষার গুরুত্ব, আমেরিকায় উচ্চশিক্ষাব্যবস্থা কী রকম এবং কেন সেটা বিশ্বসেরা, তার ওপরে। এর পরে দ্বিতীয় অংশে উচ্চশিক্ষার প্রস্তুতি, আবেদন-প্রক্রিয়ার নানা তথ্য ও কায়দাকৌশল এবং সফলভাবে পিএইচডি বা মাস্টার্সে ভর্তির ওপরে নানা পরামর্শ দেওয়া হয়েছে। তৃতীয় অংশে আলােচনা করা হয়েছে পিএইচডি বা মাস্টার্স পর্যায়ে সফলভাবে পড়াশােনা ও গবেষণা করার নানা কৌশল নিয়ে। সবশেষের অংশে আলােচনা করেছি পিএইচডি-পরবর্তী সময়ে চাকরি খোঁজা ও ক্যারিয়ার গড়া নিয়ে। প্রতিটি অধ্যায়ের শেষে কিছু কাজের তালিকা আছে- সে অধ্যায়টি পড়ার পরে যে কাজগুলাে শুরু করে দিতে পারেন, তা নিয়েই এই তালিকা। আর পুরাে বইটির শেষে একটি চেকলিস্ট দেওয়া আছে। এই তালিকায় পিএইচডি বা মাস্টার্স পর্যায়ে পড়াশােনার জন্য কোন কাজটি কখন থেকে করবেন, তার একটি সময়কাল দেওয়া হয়েছে। এ ছাড়া বইটির সঙ্গে সম্পর্কিত সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল পােস্ট করা হবে বইটির ফেসবুক পেজে - https://fb.com/phdinusa