শব্দ হলো ভালোবাসা, প্রতিশব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সমস্ত আবেগ ও নিবেদন দিয়ে আমরা এই নামের সামনে হাজির হই। এই নাম আমাদের সামনে হাজির করে সাফল্যের দুয়ার। তারপর আমরা নিজেদের খুঁজে পাই, নিজেদের অর্থ ও মর্যাদাকে করি আবিষ্কার। জীবনপথের দিশাসূচক বানান করতে শিখি, সত্য দিয়ে গড়াপন দিবারাত্রিকে বহন করি।
হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষাধারা জীবনের সকল পথ পাথ ও দিশার আলো দেয়। এই শিক্ষার সীমাহীন গভীরতা, সুমিষ্ট ফল হয়েছে জীবনের সীমানা। ফলে আমরা তাকে পুরোপুরি হাজির করতে পারি না। জাহিরও করতে পারি না। আমরা উপস্থিত করি তার অংশ ও উপাংশকে। সেখানে পাওয়ার পানিতে দেখতে পাই সূর্যের প্রতিফলন। মহানবীর (সা.) জীবনদর্শনের দুটি অনুপম দিক নিয়ে এই গ্রন্থ আলোচনায় করল।
এ গ্রন্থ আমাদেরকে দেখাবে সীরাতের মহিমা ও অনন্য আদর্শ। ছাত্র-শিক্ষক, তরুণ-প্রবীণ সবার জন্য এতে আছে সুস্পষ্ট আলো, পথের দিশা।