শিরোনাম |
জান্নাত যেমন হবে জাহান্নাম যেমন হবে |
লেখক |
আহমাদ ইবনে আহমাদ সাবি আল মিসরি |
সম্পাদক |
উস্তায আমজাদ ইউনুস |
অনুবাদক |
কামরুল ইসলাম |
প্রকাশক |
সুকুন পাবলিশিং |
প্রকাশকাল |
1st Published, 2025 |
ভাষা |
বাংলা |
পৃষ্ঠা সংখ্যা |
জান্নাত যেমন হবে - 176 জাহান্নাম যেমন হবে - 200 |
জান্নাত—যেখানে কোনো ক্লান্তি নেই, নেই দুঃখের ছায়া, নেই কান্নার শব্দ,
নেই কোনো ভয়, নেই দুশ্চিন্তার কুয়াশা; আছেশুধু অপার তৃপ্তি, অবর্ণনীয় শান্তি এবং অশেষ
রহমতের আলোকচ্ছটা।
জান্নাত— যেখানে বয়ে চলে ঝরনার নির্মল জলধারা। যে ভূমির প্রতিটি কণা সুগন্ধিত মিশকের চেয়ে মধুরতর। জান্নাতের নদীগুলো দুধের মতো শুভ্র, যার স্বাদ কখনো বদলায় না; মধুর মতো মিষ্টি, যার বিশুদ্ধতা অপরিবর্তনীয়; টলটলে পানির মতো স্বচ্ছ, যা হৃদয়কে প্রশান্ত করে তোলে। সেখানে নেই ক্ষুধা, নেই তৃষ্ণা— সুখের অনুভূতি।
জাহান্নাম— অনন্ত অন্ধকারের জগৎ, যেখানে নেই কোনো আশার আলো, নেই মুক্তির কোনো
পথ। কেবল চরম অনুশোচনা, চরম যন্ত্রণা আর চিরস্থায়ী পরিণতির ভয়ংকর রূপ। জাহান্নাম—এক
শাস্তির অগ্নিগহ্বর, যার লেলিহান শিখা হৃদয়কে কাঁপিয়ে দেয়, আত্মাকে শিহরিত করে।
জাহান্নাম নামক
এই অভিশপ্ত উপত্যকায় কোনো স্নিগ্ধ বাতাস নেই, নেই শান্তির এক ফোঁটা জল। সেখানে রয়েছে
এমন আগুন, যার তীব্রতা দুনিয়ার আগুনের তুলনায় সত্তর গুণ বেশি। মানুষের চামড়া পুড়ে যাবে,
আবার নতুন চামড়া সৃষ্টি হবে। শাস্তির অনুভূতি কখনো লঘু হবে না। সেখানে থাকবে ফুটন্ত
পানির ঝরনা, যা পান করতে গেলে গলা ছিন্নভিন্ন হয়ে যাবে, অন্ত্র বেরিয়ে আসবে।